১০-০৯-২০২১ ইং রাত ১০:৪০ ঘটিকায় দেবীগঞ্জ থানার এসআই/মোঃ শাকিলুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নং পামুলী ইউপিস্থ আহম্মেদ নগর গ্রামে অভিযান পরিচালনা করে ১। মোঃ ওমর ফারুক (২৮),পিতা- মোঃ রফিকুল ইসলাম,সাং-মোসলেম পাইকান,২। মোঃ রহেদ ইসলাম (২০),পিতা-মোঃ বিষু শেখ,সাং-খোচাবাড়ী,৩। মোঃ নুরনবী শেখ (১৯),পিতা-নহেল শেখ,সাং- খোচাবাড়ী,৪। মোঃ সোহেল রানা (২০),পিতা-মোঃখলিল শেখ,সাং-হাকিমপুর,৫। মোঃ মামুন ইসলাম (২০),পিতা-রোস্তম আলী,সাং-ধনমন্ডল ঢাকাইয়া পাড়া সর্ব থানা-দেবীগঞ্জ,জেলা-পঞ্চগড়দের জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। উক্ত বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।