ঢাকা, ০৪ জুন ২০২৫ (বুধবার) সিলেট সংবাদদাতা : সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত দিগলবাগ ইউনিয়ন প্লাবিত হলে স্থানীয় গ্রামবাসী একটি বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করেন।
আজ ০৪ জুন ২০২৫ তারিখ বানিয়াচং, হবিগঞ্জ আর্মি ক্যাম্প হতে উক্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।