নিজস্ব সংবাদদাতা ঃঈদ করতে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিশনন্দিঘাটের ফেরিতে উঠতে গিয়ে মেঘনা নদীতে ডুবে যাওয়া নবীনগরের রসুল্লাবাদ গ্রামের নিখোঁজ ‘বউ-শাশুড়ি’ মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।
প্রায় ১০ ঘণ্টা পর শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরিদল সিএনজিটির ভেতরে আটকে থাকা ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
আড়াই হাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।