1. news1@dailydeshsangbad.com : admin :

শিরোনাম
৬ মাস পর স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত দিয়েছে বিএসএফ বিড়ালের গলা কেটে ফেলল নারী, থানায় জিডি জামালপুর ব্যাটারীচালিত ইজিবাইকের ধর্মঘট চলছে___ দীর্ঘ ৯ মাস পর শনিবার (১ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা হলে,কোনো পর্যটক সেখানে যায়নি গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌরসভা কর্তৃক ভুয়া ওয়ারিশন সনদ প্রদানের মাধ্যমে কৌশলে নামজারী সম্পন্ন কোটালীপাড়ায় কে এই তাওহিদুল ইসলাম… কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় ছয় বছরের শিশু আদিবার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে সরানো হলো খুলনায় অর্থ আত্মসা‌তের মামলায় তিনজ‌নের কারাদণ্ড খুলনা কেসিসি’র লিনিয়ার পার্কে বিনোদনের নামে নোংরামি, ক্ষুব্ধ এলাকার মানুষ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জামালপুর ব্যাটারীচালিত ইজিবাইকের ধর্মঘট চলছে___

সালাউদ্দিন আহম্মেদ মিঠু / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পাঁচ দফা দাবিতে জামালপুরে ব্যাটারী চালিত ইজিবাইক এবং অটোরিকশার ধর্মঘট চলছে।
রবিবার (২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট চলছে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ইজিবাইক মালিক ও চালকরা অবস্থান নিয়েছে ধর্মঘট সফল করতে।
অফিস-আদালতগামী এবং শিক্ষার্থীরা হেটে তাদের গন্তব্যে যাচ্ছে।
দুপুর পর্যন্ত ধর্মঘট চলবে জানিয়ে ইজিবাইক চালকরা জানিয়েছেন – দুপুরে শহরের গেইটপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফৌজদারি মোড়ে এসে তারা সমাবেশ করবে।
ফৌজদারি মোড়ে অবস্থান নেয়া ইজিবাইক চালক আজাদ মিয়া জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি জেলা প্রশাসক সহ সরকারি সব দপ্তরে।
পাঁচ দফা দাবির বিষয়ে জানতে চাইলে আজাদ মিয়া বলেন, লাইসেন্স ফী বৃদ্ধি করা যাবে না,
পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত সব গাড়ি শহরে চলাচল করবে কোন কালার করা যাবে না।
এবং বাইরের কোন গাড়ি শহরে চলাচল করতে পারবে না, গ্যাপ দিয়ে গাড়ি চালানোর নিয়ম বাতিল করতে হবে।
শহরের ফৌজদারি মোড়ে দাঁড়িয়ে দেখা যায়,
শতশত মানুষ হেঁটে চলছে, কোন ধরনের ইজিবাইক চোখে পড়ছে না।
দিগপাইত থেকে আসা আব্দুর রশিদ নামে এক ব্যাক্তি বলেন, সিএনজি চালিত অটোরিকশা দিয়ে দিগপাইত থেকে শহরে নাইমা দেখি অটোরিকশা নাই, এখন হেঁটে হেঁটে আদালতে যাইতেছি।
কী আর করার, আদালতে কাজ আছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার প্রশাসক স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম বলেন,
ইজিবাইক এবং অটোরিকশার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন চলছে, আজ ইজিবাইক চালকরা ধর্মঘট চলছে। দুই পক্ষের দুটি স্মারকলিপি আমরা পেয়েছি। এসব বিষয় নিয়ে কী করা যায় তা পৌর প্রশাসন ও জেলা প্রশাসন ভেবে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ