উপলক্ষ্য প্রস্তুত ছিল, উজবেকিস্তানের ফুটবলারদের অপেক্ষা বাড়াচ্ছিল ঠিকঠাক সময়। সেটিও এসে যায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। তাসখন্দের মিল্লি স্টেডিয়াম সেজেছিল নতুন রূপে, উৎসব উৎসব আমেজ। এরপরই আসল ঘোষিত উপহার।২০২৬ বিশ্বকাপ নিশ্চিত অবশ্য মাসখানেক আগেই করেছিল উজবেকরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করার পরই মাতে বিশ্বকাপ খেলতে পারার আনন্দে। এবারই প্রথম বিশ্ব ফুটবলে খেলবে উজবেকরা। বিষয়টিতে যারপরনাই খুশি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। তাৎক্ষণিক জানিয়ে দেন, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সবাই পাবেন রাজকীয় গাড়ি।যে কথা সেই কাজ। ম্যাচ চলাকালে মাঠে ঢোকানো হয় দামি গাড়িগুলো। চীনের বিওয়াইডি কোম্পানির ৪০টি গাড়ি সাজিয়ে রাখা হয় টাচলাইনের পাশে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বুঝিয়ে দেওয়া হয় ওইসব গাড়ির চাবি। বিষয়টিতে যারপরনাই খুশি উজবেক খেলোয়াড়েরা।