কারিতাস বাংলাদেশের উদ্যোগে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ৫ নং ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়। সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সবার সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আম্বিয়া আহমদ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের অংশ। তবে সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পারি। কারিতাস বাংলাদেশ এই বিষয়ে যে সচেতনতা তৈরি করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান তালুকদার। তিনি বলেন, এলাকার জনগণের মধ্যে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা আজ সময়ের দাবি। ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ড প্রতিটি দুর্যোগে যদি আগে থেকে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে প্রাণ ও সম্পদের ক্ষতি অনেক কমানো সম্ভব। এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মি. বিজয় কুমার সিংহ। তিনি উপস্থিত জনগণকে প্রাথমিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের কিছু ব্যবহারিক দিক দেখান এবং বলেন, আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। পরিবার ও প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে জানতে হবে প্রাথমিক প্রতিকার পদ্ধতি। ইউপি সদস্য ইউসুব মিয়া, মাঠ সহায়ক আমীর হোসেন হৃদয়, জামিল হোসেন, রাকিব হাসান, সমরাজ মিয়া, উপেন্দ্র নাথ রায়, অশ্বিনী কুমার রায়, নিশা রানী দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং জনগণের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।